
এদিকে দেশে ফিরেই শাবনূর চুক্তিবদ্ধ হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত 'আমার বোন' নামে ছবিতে। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে এ ছবির দৃশ্য ধারণ। ছবিতে ডিপজলের ছোট বোনের চরিত্রে অভিনয় করবেন শাবনূর। এছাড়া ছবিতে শাবনূরের বিপরীতে দেখা যাবে ইমনকে। নতুন ছবিতে চুক্তি প্রসঙ্গে শাবনূর বলেন, 'চলচ্চিত্রে যখন অশ্লীলতায় ভরপুর ছিল ঠিক তখনই ডিপজলের চারটি ছবি চলচ্চিত্রের দৃশ্যপট বদলে দেয়। এখন তিনি বেশকিছু ভালো ছবিও নির্মাণ করছেন। আশা করছি, দর্শক ভালো কিছু পাবে 'আমার বোন' ছবিতে।'
এদিকে মুক্তির প্রতীক্ষায় আছে শাবনূর অভিনীত বেশক'টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে 'মন ছুঁয়েছে মন', 'পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ' ইত্যাদি।
sotti naki?
ReplyDelete