নতুন ছবিতে অভিনয় করবেন শাবনূর

অস্ট্রেলিয়া থেকে দেশে আসার সময় প্রতিবারই নানা গুজব ওঠে চলচ্চিত্র অভিনেত্রী শাবনূরকে নিয়ে। আজ আসছেন কিংবা কাল আসছেন আসবেন কিনা- এরকম নানা গুঞ্জনের কবলে পড়ে তার প্রত্যাবর্তন। কিন্তু এবার আর সে রকম কিছু হয়নি। শাবনূরের দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের যেন কোনো মাথাব্যথাই ছিল না। এ কারণে শাবনূর যে দেশে ফিরেছেন তা অনেকেরই কাছেই অজানা ছিল।

শুধু তাই নয়, পুরোপুরি কাজেও নেমে পড়েছেন তিনি। বর্তমানে শাবনূরকে দেখা গেলো তরুণ পরিচালক
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনো তো প্রেম হয়' ছবির ডাবিং করতে এফডিসতে। সেখানেই জানা গেলো গত ৫ নভেম্বর থেকে ছবিটির ডাবিং করছেন তিনি। করবেন টানা এক সপ্তাহ।

শাবনূর জানালেন, প্রায় বছর খানেক ধরে অস্ট্রেলিয়ায় তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন। কিন্তু এবার আসার পর এখন
পর্যন্ত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। তবে কথাবার্তা চলছে।

উল্লেখ্য, পুরোনো বেশ কিছু ছবি তার হাতে রয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান পরিচালিত স্বপ্নের বিদেশ, পাগল মানুষ, গাজী মাহবুব পরিচালিত 'শিরি ফরহাদ' মুক্তি প্রতীক্ষায়। এ ছাড়া বর্তমানে কিছু ছবিতে তার অভিনয়ের কথাবার্তা চলছে।

শাবনূর ফেরদৌসের শেষ ছবি

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’ ছবির নায়ক-নায়িকা ছিলেন শাবনূর ও ফেরদৌস। শাবনূর তখন বড় তারকা আর ফেরদৌস নতুন নায়ক। ছবির মহরতের দিন শাবনূর জানালেন তিনি নতুন নায়কের সঙ্গে অভিনয় করবেন না। বন্ধ হয়ে গেল ছবির কাজ। পরবর্তীতে ‘অনন্ত ভালবাসা’ সোহান বানালেন শাকিব খান ও ইরিন জামানকে নিয়ে। আর সময়ের বিবর্তনে শাবনূরের অপরিহার্য নায়ক হয়ে উঠলেন ফেরদৌস। কাজ করলেন অনেক ছবিতে। ব্যক্তিগত একটা সম্পর্কও গড়ে উঠেছিল। কিন্তু ওই যে সময়ের বিবর্তন। ধারাবাহিক ব্যর্থতার কারণে শাবনূর-ফেরদৌস জুটির স্থায়িত্ব দীর্ঘ হলো না। প্রযোজক পরিচালকদের অনাগ্রহে ভেঙে গেল জুটি। এই জুটির সর্বশেষ ছবি ‘জিদ্দি বউ’। আবুল কালাম আজাদ পরিচালিত এই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের দিন চ্যানেল আইতে। ‘জিদ্দি বউ’ মুক্তি পাওয়ার পর পরই শাবনূর-ফেরদৌস জুটি অতীত হয়ে যাবে। কারণ এই দু’জনের একসঙ্গে নতুন কোন ছবি নেই। হওয়ার সম্ভাবনাও নেই। ফেরদৌস তার প্রযোজিত প্রথম ছবি ‘এক কাপ চা’তে মৌসুমী ও ঋতুপর্ণা সেনগুপ্তকে রাখলেও শাবনূরকে রাখেননি। এদিকে চলচ্চিত্রে ব্যস্ততা না থাকায় শাবনূর নিজেও দেশত্যাগী। অস্ট্রেলিয়াতেই কাটছে তার বেশির ভাগ সময়। আর ফেরদৌস ব্যস্ত ওপার বাংলার ছবির শুটিং ও এপার বাংলায় রিয়েলিটি শো’র বিচারক হিসেবে। ফলে শাবনূরের সঙ্গে শেষ ছবি ‘জিদ্দি বউ’ এর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ফেরদৌস এবং তাদের ভক্তদের।

অবশেষে দেশে ফিরছেন শাবনূর

প্রায় দুই মাস দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফিরছেন তারকা অভিনেত্রী শাবনূর। পারিবারিক সূত্র মতে ১ অক্টোবর তিনি ঢাকায় ফিরবেন। ফিরেই তিনি কাজ করবেন নির্মাণাধীন তিনটি ছবির। আর বর্ণাঢ্য মহরতের মাধ্যমে তিনি শুরু করবেন তার নিজের পরিচালিত নতুন একটি ছবির কাজ। পাশাপাশি তিনি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘শাবনূর আপা’ জিন্দাবাদ ছবিতে কাজ শুরু করবেন বলে জানা গেছে।

শাবনূর গত প্রায় দুই মাস ধরে দেশের বাইরে রয়েছেন। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, শাবনূর প্রথমে অস্ট্রেলিয়া যান তার বোন ঝুমুরের কাছে। এরপর তিনি কয়েক দফা আমেরিকা আর কানাডা থেকেছেন। অস্ট্রেলিয়া থেকে আমেরিকা আর কানাডা যাওয়ার কারণে এ সময় গুজব রটে যায় শাবনূর বিয়ে করেছেন। যে কারণে এই দীর্ঘ সময় তিনি দেশের বাইরে রয়েছেন। শাবনূরের পারিবারিক সূত্র দাবি করেছে বিয়ে করেছেন কি করেননি সেটা শাবনূর দেশে আসার পরই জানতে পারবেন। তিনি নিজেই এ বিষয়ে সবার সঙ্গে কথা বলবেন। এদিকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, শাবনূরের সঙ্গে তার কথা হয়েছে। শাবনূর আগামী মাসের প্রথমদিন ঢাকায় আসবেন এটা তাকে নিশ্চিত করেছেন বলে পারিচালক জানান।

শাবনূরের গোপন কথা গোপন থাকছে না

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘গোপন কথাটি রবে না গোপনে’। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গোপন কথাটিও গোপন থাকছে না তারই ঘনিষ্ঠজনদের কারণে। শাবনূর এখন অস্ট্রেলিয়ায়। যাওয়ার কথা ছিল ১লা জুলাই। কিন্তু তিনি কবে গেছেন সেটা তার ঘনিষ্ঠজনরাও জানতে পারেননি। যাদের সঙ্গে শাবনূর মধ্যরাত পর্যন্ত ঘুরে বেড়ান, আড্ডা মারেন তারাও তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন মুঠোফোন বন্ধ থাকার কারণে।
শাবনূরের এই না বলে লম্বা সময়ের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার পেছনে এবার কাজ করেছেন অন্য বিষয়। শাবনূর নিয়মিত অস্ট্রেলিয়া যান। সেখানে তার ছোট ভাইবোন থাকেন। নিজস্ব ফ্ল্যাট আছে। নিয়মিত বসবাস করার সরকারি অনুমতিও তার আছে। বছরের বেশ কিছুটা দিন শাবনূর অস্ট্রেলিয়ায় অবসর কাটাতে যান এসব পুরনো ঘটনা। কিন্তু এবারের বিষয়টি কিছুটা রহস্যময়। রহস্য তার বিয়ে নিয়ে। শাবনূর ‘মাইকেল চ্যাং’ নামে এক বাংলাদেশী বংশোদ্ভূত চীনা নাগরিককে বিয়ে করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মাস ছয়েক আগে চীনে এই বিয়ে হয়েছে এবং এই বিয়ের সময় শাবনূরের মা আমেনা বেগম মিলি চীনে উপস্থিত ছিলেন বলে পারিবারিক সূত্রটি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে মাইকেল চ্যাং আদম ব্যবসার সঙ্গে জড়িত। তিনি চাইনিজদের অস্ট্রেলিয়ান ভাষা রপ্ত করিয়ে সেখানে পাঠাবার ব্যবস্থা করেন। চ্যাং চীন এবং অস্ট্রেলিয়া দু’টো জায়গাতেই বসবাস করেন। কিছুদিন আগে মাইকেল চ্যাং বাংলাদেশে এসেছিলেন। ওই সময় শাবনূর তাকে কক্সবাজার নিয়ে গিয়েছিলেন হানিমুন করতে। এই হানিমুন ট্যুরে শাবনূরের মা ও দ্বিতীয় বাবাও ছিলেন। কিন্তু ওই সময় কক্সবাজারে চ্যানেল আই’র আয়োজনে ‘আদিবাসী মেলা’ অনুষ্ঠিত হওয়ার কারণে শাবনূর-চ্যাংয়ের হানিমুনটা সুখকর হয়নি। ওই মেলায় কয়েকজন বিনোদন সাংবাদিক উপস্থিত ছিলেন। শাবনূর তাদের থেকে নিজেদের আড়াল করার জন্য দ্রুত কক্সবাজার ত্যাগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পড়েন। আর তখনই মাইকেল চ্যাংয়ের বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। ঘনিষ্ঠজনরা শাবনূরকে চ্যাং সম্পর্কে জানতে চাইলে শাবনূর তাকে তার ব্যবসায়িক অংশীদার বলে পরিচয় করান। যদিও শাবনূর বাংলাদেশে কোন ব্যবসার সঙ্গে জড়িত এমনটি কারোরই জানা নেই। অবশ্য শাবনূরের খয়ের খাঁ’রা বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য রটায় যে, কক্সবাজারে হোটেল নির্মাণের জন্য শাবনূর ও চ্যাং সেখানে গিয়েছিলেন। যাই হোক গোপন কথা গোপন থাকেনি। শাবনূর এবার অস্ট্রেলিয়া যাওয়ার পর ঘনিষ্ঠজনরাই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কারণ হিসেবে তারা দেখাচ্ছেন, শাবনূর সংসার সাজাবার জন্যই এতটা সময় নিয়েছেন। যাই হোক শাবনূর লম্বা সময়ে অস্ট্রেলিয়া চলে যাওয়ার কারণে বাদ পড়ে গেছেন হালের আলোচিত প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এবং এফআই মানিক পরিচালিত এক জবান ছবি থেকে। শুটিংয়ের সময় দেশে থাকতে না পারার কারণেই তাকে বাদ দিতে বাধ্য হন প্রযোজক পরিচালক। চুক্তিবদ্ধ হয়ে ছবি থেকে বাদ পড়ার মধ্য দিয়ে শাবনূর ফিল্মের প্রতি অনাগ্রহের বিষয়টিও পরিষ্কার হয়ে গেছে। শাবনূর কবে ফিরবেন তা আপাতত কেউ জানেন না। এবার সবকিছু গোপন রাখার কারণেই তাকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে, তার গোপন কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে।

শাবনূর আপা জিন্দাবাদ

১৫ বছর চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে রূপালি পর্দায় নিজেকে হাজির করেছেন শাবনূর। প্রথমবারের মতো নিজের নামে অভিনয় করবেন এ নায়িকা। 'শাবনূর আপা জিন্দাবাদ' নামের একটি ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। তবে শাবনূরের নায়ক এখনও চুড়ান্ত করেননি পরিচালক। এর আগে নিজের নামে অভিনয় করেছিলেন মৌসুমী। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে এ ছবির দৃশ্যধারণ। নিজের নামে অভিনয় প্রসঙ্গে শাবনুর বলেন, 'ছবির গল্পটি আমি শুনেছি। চমৎকার গল্প এটি। আশা করছি, একটি ভালো ছবি হবে।'

শাবনূর গোয়েন্দা কর্মকর্তা

চলচ্চিত্রে ১৬ বছর ধরে অভিনয় করছেন শাবনূর। এ দীর্ঘ সময়ে প্রেমিকা, বধূ, বোনসহ অসংখ্য চরিত্রে দেখা গেছে তাকে। এবার গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বড় পর্দায় আসবেন তিনি। জি সরকারের পরিচালনায় 'রিকশাওয়ালারাও মানুষ' নামের ছবিতে গোয়েন্দা চরিত্রে কাজ করবেন শাবনূর। এ প্রসঙ্গে তার কথা, 'এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করছি। এর আগে গতানুগতিকতার বাইরে সাংবাদিকের চরিত্রে কাজ করেছি। সত্যি বলতে, প্রেমিকা, বধূ, বোন এসবের বাইরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়টা বেশ উপভোগ করি।' শামসুল ইসলাম প্রযোজিত 'রিকশাওয়ালারাও মানুষ'-এর অন্যান্য অভিনয়শিল্পী হলেন মারুফ, রোমানা, সম্রাট প্রমুখ। এদিকে শাবনূর অভিনীত 'পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ' ও 'মন ছুঁয়েছে মন' ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।