শাবনূরই সেরা

শাবনূর সব সময়ই নিজেকে নিত্য নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। নিজের মনমতো চরিত্র পেলে শাবনূর ক্যামেরার সামনে পুরোটাই দেয়ার চেষ্টা করেন। তাই তো তিনি আছেন সেরা আসনটি ধরে রেখেই। দীর্ঘ সময়ে কতজন যে এলো আর গেল, অথচ শাবনূর রয়ে গেলেন তার নিজের অবস্থানে। পাশাপাশি চেয়ে চেয়ে দেখলেন অন্যদের আসা-যাওয়া। প্রশ্ন উঠতে পারে কোন মায়াবী জাদুর ছোঁয়ায় শাবনূর আজও সেরা। প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছুই নয়। তবে স্বাভাবিক প্রশ্নের উত্তরটাও স্বাভাবিক। যারা অভিনেত্রী শাবনূরকে চেনেন- তারা বেশ ভাল করেই জানেন শাবনূরের সাফল্যের এই রহস্য। যারা এখনও জানেন না তাদের অপেক্ষা করতে হবে পিএ কাজল পরিচালিত 'পিরিতির দোকানদারী' ছবি পর্যন্ত। এই ছবিতে কেবল অন্য এক শাবনূরকেই খুঁজে পাওয়া যাবে না- সব রহস্যেরও সফল উদঘাটন হবে। 'পিরিতির দোকানদারী' নির্মিত হয়েছে শাবনূরের দুই বাম্পার হিট ছবি 'আমার প্রাণের স্বামী' এবং '১ টাকার বউ'-এর প্রযোজনা সংস্থা ঋদ্ধি টকিজের ব্যানারে। এই প্রযোজনা সংস্থার সঙ্গে শাবনূরের সম্পর্কটা আত্মার। প্রযোজনা সংস্থার কর্ণধার নিসা তাসনিম শেখের সঙ্গে শাবনূরের সম্পর্কটা অন্তরের। ফলে দুই জনেই ভাল করে জানেন অভিনেত্রী শাবনূরের জন্য কি করতে হবে। তাই তো 'পিরিতির দোকানদারী' ছবিতে যখন শাবনূরের জন্য নোয়াখালীর ভাষায় চরিত্র সৃষ্টি করা হলো তখন শাবনূরও বুঝে যান তার কি করতে হবে। ছবিটি মুক্তি পাবার পর দর্শক যখন দেখবেন শাবনূর নোয়াখালীর ভাষাতেও স্বাচ্ছন্দ্যে সংলাপ বলতে পারেন, তখন অবাক তো হবেনই। পাশাপাশি অভিনেত্রী শাবনূরের ক্ষমতাটাও নতুন করে জেনে যাবেন। গল্প নির্ভর ও শ্রুতিমধুর গান সমৃদ্ধ 'পিরিতির দোকানদারী' ছবিতে শাবনূরের সঙ্গে রয়েছেন নায়ক রাজ রাজ্জাক, লিটল স্টার দীঘি, নবাগতা আবেগ এবং বাংলালিংক খ্যাত মডেল ইমন ও লাক্স চ্যানেল আই সুপার স্টার 'বিন্দু'। এদের সঙ্গে কাবিলা, সুব্রত, মিজু আহমেদ, দুলারী, রেহানা জলি, শানু শিবা সহ অনেকেই। এক ঝাঁক তারকার সঙ্গে অন্য এক শাবনূরকে নিয়ে নির্মিত 'পিরিতির দোকানদারী' কোন এক উৎসবমুখর দিনে মুক্তি পাবার প্রস্তুতি নিচ্ছে।

No comments:

Post a Comment