ব্যক্তিত্বের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন দুই তারকা শাবনূর ও শাকিব খান। কেউ কারো প্রতি সদয় হতে পারছেন না। যে ভাবে পারছেন একজন আরেকজনের উপর সুযোগ নিচ্ছেন। এক সময় শাকিব খান শাবনূরকে ছবি থেকে বাদ দিয়েছেন। এখন শাবনূর শাকিবের সঙ্গে কাজ করতে সরাসরি আপত্তি না করলেও শাকিব খানের অর্ধেক পারিশ্রমিক দাবি করছেন। সমপ্রতি পরিচালক জাকির হোসেন রাজু গিয়েছিলেন শাবনূরের কাছে শাকিবের সঙ্গে একটি ছবির অফার নিয়ে। শাবনূরের পরিষ্কার দাবি শাকিব থাকলে একসঙ্গে ১৫ লাখ টাকা দিতে হবে। পরিচালক রাজু অনেক বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু শাবনূর সিদ্ধান্তে অটল। শেষ পর্যন্ত রাজুকে ব্যর্থ হয়ে ফিরতে হলো। শাবনূর তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, যেখানে শাকিব খান ৩০ লাখ টাকা নেন সেখানে আমি ১৫ লাখ কি বেশি চেয়েছি। শাকিবের সঙ্গে আমাকে এর কম দিলে আমি করবো না। শাবনূর জানান, অন্য নায়কদের সঙ্গে তার পারিশ্রমিক আগেরটাই থাকবে।শাবনূরের দাবি ১৫ লাখ
ব্যক্তিত্বের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন দুই তারকা শাবনূর ও শাকিব খান। কেউ কারো প্রতি সদয় হতে পারছেন না। যে ভাবে পারছেন একজন আরেকজনের উপর সুযোগ নিচ্ছেন। এক সময় শাকিব খান শাবনূরকে ছবি থেকে বাদ দিয়েছেন। এখন শাবনূর শাকিবের সঙ্গে কাজ করতে সরাসরি আপত্তি না করলেও শাকিব খানের অর্ধেক পারিশ্রমিক দাবি করছেন। সমপ্রতি পরিচালক জাকির হোসেন রাজু গিয়েছিলেন শাবনূরের কাছে শাকিবের সঙ্গে একটি ছবির অফার নিয়ে। শাবনূরের পরিষ্কার দাবি শাকিব থাকলে একসঙ্গে ১৫ লাখ টাকা দিতে হবে। পরিচালক রাজু অনেক বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু শাবনূর সিদ্ধান্তে অটল। শেষ পর্যন্ত রাজুকে ব্যর্থ হয়ে ফিরতে হলো। শাবনূর তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, যেখানে শাকিব খান ৩০ লাখ টাকা নেন সেখানে আমি ১৫ লাখ কি বেশি চেয়েছি। শাকিবের সঙ্গে আমাকে এর কম দিলে আমি করবো না। শাবনূর জানান, অন্য নায়কদের সঙ্গে তার পারিশ্রমিক আগেরটাই থাকবে।
Labels:
Shabnur-Shakib
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment