বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘গোপন কথাটি রবে না গোপনে’। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গোপন কথাটিও গোপন থাকছে না তারই ঘনিষ্ঠজনদের কারণে। শাবনূর এখন অস্ট্রেলিয়ায়। যাওয়ার কথা ছিল ১লা জুলাই। কিন্তু তিনি কবে গেছেন সেটা তার ঘনিষ্ঠজনরাও জানতে পারেননি। যাদের সঙ্গে শাবনূর মধ্যরাত পর্যন্ত ঘুরে বেড়ান, আড্ডা মারেন তারাও তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন মুঠোফোন বন্ধ থাকার কারণে।
শাবনূরের এই না বলে লম্বা সময়ের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার পেছনে এবার কাজ করেছেন অন্য বিষয়। শাবনূর নিয়মিত অস্ট্রেলিয়া যান। সেখানে তার ছোট ভাইবোন থাকেন। নিজস্ব ফ্ল্যাট আছে। নিয়মিত বসবাস করার সরকারি অনুমতিও তার আছে। বছরের বেশ কিছুটা দিন শাবনূর অস্ট্রেলিয়ায় অবসর কাটাতে যান এসব পুরনো ঘটনা। কিন্তু এবারের বিষয়টি কিছুটা রহস্যময়। রহস্য তার বিয়ে নিয়ে। শাবনূর ‘মাইকেল চ্যাং’ নামে এক বাংলাদেশী বংশোদ্ভূত চীনা নাগরিককে বিয়ে করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মাস ছয়েক আগে চীনে এই বিয়ে হয়েছে এবং এই বিয়ের সময় শাবনূরের মা আমেনা বেগম মিলি চীনে উপস্থিত ছিলেন বলে পারিবারিক সূত্রটি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে মাইকেল চ্যাং আদম ব্যবসার সঙ্গে জড়িত। তিনি চাইনিজদের অস্ট্রেলিয়ান ভাষা রপ্ত করিয়ে সেখানে পাঠাবার ব্যবস্থা করেন। চ্যাং চীন এবং অস্ট্রেলিয়া দু’টো জায়গাতেই বসবাস করেন। কিছুদিন আগে মাইকেল চ্যাং বাংলাদেশে এসেছিলেন। ওই সময় শাবনূর তাকে কক্সবাজার নিয়ে গিয়েছিলেন হানিমুন করতে। এই হানিমুন ট্যুরে শাবনূরের মা ও দ্বিতীয় বাবাও ছিলেন। কিন্তু ওই সময় কক্সবাজারে চ্যানেল আই’র আয়োজনে ‘আদিবাসী মেলা’ অনুষ্ঠিত হওয়ার কারণে শাবনূর-চ্যাংয়ের হানিমুনটা সুখকর হয়নি। ওই মেলায় কয়েকজন বিনোদন সাংবাদিক উপস্থিত ছিলেন। শাবনূর তাদের থেকে নিজেদের আড়াল করার জন্য দ্রুত কক্সবাজার ত্যাগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পড়েন। আর তখনই মাইকেল চ্যাংয়ের বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। ঘনিষ্ঠজনরা শাবনূরকে চ্যাং সম্পর্কে জানতে চাইলে শাবনূর তাকে তার ব্যবসায়িক অংশীদার বলে পরিচয় করান। যদিও শাবনূর বাংলাদেশে কোন ব্যবসার সঙ্গে জড়িত এমনটি কারোরই জানা নেই। অবশ্য শাবনূরের খয়ের খাঁ’রা বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য রটায় যে, কক্সবাজারে হোটেল নির্মাণের জন্য শাবনূর ও চ্যাং সেখানে গিয়েছিলেন। যাই হোক গোপন কথা গোপন থাকেনি। শাবনূর এবার অস্ট্রেলিয়া যাওয়ার পর ঘনিষ্ঠজনরাই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কারণ হিসেবে তারা দেখাচ্ছেন, শাবনূর সংসার সাজাবার জন্যই এতটা সময় নিয়েছেন। যাই হোক শাবনূর লম্বা সময়ে অস্ট্রেলিয়া চলে যাওয়ার কারণে বাদ পড়ে গেছেন হালের আলোচিত প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এবং এফআই মানিক পরিচালিত এক জবান ছবি থেকে। শুটিংয়ের সময় দেশে থাকতে না পারার কারণেই তাকে বাদ দিতে বাধ্য হন প্রযোজক পরিচালক। চুক্তিবদ্ধ হয়ে ছবি থেকে বাদ পড়ার মধ্য দিয়ে শাবনূর ফিল্মের প্রতি অনাগ্রহের বিষয়টিও পরিষ্কার হয়ে গেছে। শাবনূর কবে ফিরবেন তা আপাতত কেউ জানেন না। এবার সবকিছু গোপন রাখার কারণেই তাকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে, তার গোপন কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে।
No comments:
Post a Comment