অস্ট্রেলিয়া
থেকে দেশে আসার সময় প্রতিবারই নানা গুজব ওঠে চলচ্চিত্র অভিনেত্রী শাবনূরকে
নিয়ে। আজ আসছেন কিংবা কাল আসছেন আসবেন কিনা- এরকম নানা গুঞ্জনের কবলে পড়ে
তার প্রত্যাবর্তন। কিন্তু এবার আর সে রকম কিছু হয়নি। শাবনূরের দেশে ফেরা
নিয়ে গণমাধ্যমের যেন কোনো মাথাব্যথাই ছিল না। এ কারণে শাবনূর যে দেশে
ফিরেছেন তা অনেকেরই কাছেই অজানা ছিল।
শুধু তাই নয়, পুরোপুরি কাজেও নেমে পড়েছেন তিনি। বর্তমানে শাবনূরকে দেখা গেলো তরুণ পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনো তো প্রেম হয়' ছবির ডাবিং করতে এফডিসতে। সেখানেই জানা গেলো গত ৫ নভেম্বর থেকে ছবিটির ডাবিং করছেন তিনি। করবেন টানা এক সপ্তাহ।
শাবনূর জানালেন, প্রায় বছর খানেক ধরে অস্ট্রেলিয়ায় তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন। কিন্তু এবার আসার পর এখন পর্যন্ত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। তবে কথাবার্তা চলছে।
উল্লেখ্য, পুরোনো বেশ কিছু ছবি তার হাতে রয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান পরিচালিত স্বপ্নের বিদেশ, পাগল মানুষ, গাজী মাহবুব পরিচালিত 'শিরি ফরহাদ' মুক্তি প্রতীক্ষায়। এ ছাড়া বর্তমানে কিছু ছবিতে তার অভিনয়ের কথাবার্তা চলছে।
শুধু তাই নয়, পুরোপুরি কাজেও নেমে পড়েছেন তিনি। বর্তমানে শাবনূরকে দেখা গেলো তরুণ পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনো তো প্রেম হয়' ছবির ডাবিং করতে এফডিসতে। সেখানেই জানা গেলো গত ৫ নভেম্বর থেকে ছবিটির ডাবিং করছেন তিনি। করবেন টানা এক সপ্তাহ।
শাবনূর জানালেন, প্রায় বছর খানেক ধরে অস্ট্রেলিয়ায় তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন। কিন্তু এবার আসার পর এখন পর্যন্ত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। তবে কথাবার্তা চলছে।
উল্লেখ্য, পুরোনো বেশ কিছু ছবি তার হাতে রয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান পরিচালিত স্বপ্নের বিদেশ, পাগল মানুষ, গাজী মাহবুব পরিচালিত 'শিরি ফরহাদ' মুক্তি প্রতীক্ষায়। এ ছাড়া বর্তমানে কিছু ছবিতে তার অভিনয়ের কথাবার্তা চলছে।
No comments:
Post a Comment