অস্ট্রেলিয়া
থেকে দেশে আসার সময় প্রতিবারই নানা গুজব ওঠে চলচ্চিত্র অভিনেত্রী শাবনূরকে
নিয়ে। আজ আসছেন কিংবা কাল আসছেন আসবেন কিনা- এরকম নানা গুঞ্জনের কবলে পড়ে
তার প্রত্যাবর্তন। কিন্তু এবার আর সে রকম কিছু হয়নি। শাবনূরের দেশে ফেরা
নিয়ে গণমাধ্যমের যেন কোনো মাথাব্যথাই ছিল না। এ কারণে শাবনূর যে দেশে
ফিরেছেন তা অনেকেরই কাছেই অজানা ছিল।
শুধু তাই নয়, পুরোপুরি কাজেও নেমে পড়েছেন তিনি। বর্তমানে শাবনূরকে দেখা গেলো তরুণ পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনো তো প্রেম হয়' ছবির ডাবিং করতে এফডিসতে। সেখানেই জানা গেলো গত ৫ নভেম্বর থেকে ছবিটির ডাবিং করছেন তিনি। করবেন টানা এক সপ্তাহ।
শাবনূর জানালেন, প্রায় বছর খানেক ধরে অস্ট্রেলিয়ায় তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন। কিন্তু এবার আসার পর এখন পর্যন্ত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। তবে কথাবার্তা চলছে।
উল্লেখ্য, পুরোনো বেশ কিছু ছবি তার হাতে রয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান পরিচালিত স্বপ্নের বিদেশ, পাগল মানুষ, গাজী মাহবুব পরিচালিত 'শিরি ফরহাদ' মুক্তি প্রতীক্ষায়। এ ছাড়া বর্তমানে কিছু ছবিতে তার অভিনয়ের কথাবার্তা চলছে।
শুধু তাই নয়, পুরোপুরি কাজেও নেমে পড়েছেন তিনি। বর্তমানে শাবনূরকে দেখা গেলো তরুণ পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনো তো প্রেম হয়' ছবির ডাবিং করতে এফডিসতে। সেখানেই জানা গেলো গত ৫ নভেম্বর থেকে ছবিটির ডাবিং করছেন তিনি। করবেন টানা এক সপ্তাহ।
শাবনূর জানালেন, প্রায় বছর খানেক ধরে অস্ট্রেলিয়ায় তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন। কিন্তু এবার আসার পর এখন পর্যন্ত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। তবে কথাবার্তা চলছে।
উল্লেখ্য, পুরোনো বেশ কিছু ছবি তার হাতে রয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান পরিচালিত স্বপ্নের বিদেশ, পাগল মানুষ, গাজী মাহবুব পরিচালিত 'শিরি ফরহাদ' মুক্তি প্রতীক্ষায়। এ ছাড়া বর্তমানে কিছু ছবিতে তার অভিনয়ের কথাবার্তা চলছে।


প্রায় দুই মাস দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফিরছেন তারকা অভিনেত্রী শাবনূর। পারিবারিক সূত্র মতে ১ অক্টোবর তিনি ঢাকায় ফিরবেন। ফিরেই তিনি কাজ করবেন নির্মাণাধীন তিনটি ছবির। আর বর্ণাঢ্য মহরতের মাধ্যমে তিনি শুরু করবেন তার নিজের পরিচালিত নতুন একটি ছবির কাজ। পাশাপাশি তিনি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘শাবনূর আপা’ জিন্দাবাদ ছবিতে কাজ শুরু করবেন বলে জানা গেছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘গোপন কথাটি রবে না গোপনে’। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গোপন কথাটিও গোপন থাকছে না তারই ঘনিষ্ঠজনদের কারণে। শাবনূর এখন অস্ট্রেলিয়ায়। যাওয়ার কথা ছিল ১লা জুলাই। কিন্তু তিনি কবে গেছেন সেটা তার ঘনিষ্ঠজনরাও জানতে পারেননি। যাদের সঙ্গে শাবনূর মধ্যরাত পর্যন্ত ঘুরে বেড়ান, আড্ডা মারেন তারাও তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন মুঠোফোন বন্ধ থাকার কারণে।
১৫ বছর চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে রূপালি পর্দায় নিজেকে হাজির করেছেন শাবনূর। প্রথমবারের মতো নিজের নামে অভিনয় করবেন এ নায়িকা। 'শাবনূর আপা জিন্দাবাদ' নামের একটি ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। তবে শাবনূরের নায়ক এখনও চুড়ান্ত করেননি পরিচালক। এর আগে নিজের নামে অভিনয় করেছিলেন মৌসুমী। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে এ ছবির দৃশ্যধারণ। নিজের নামে অভিনয় প্রসঙ্গে শাবনুর বলেন, 'ছবির গল্পটি আমি শুনেছি। চমৎকার গল্প এটি। আশা করছি, একটি ভালো ছবি হবে।'
চলচ্চিত্রে ১৬ বছর ধরে অভিনয় করছেন শাবনূর। এ দীর্ঘ সময়ে প্রেমিকা, বধূ, বোনসহ অসংখ্য চরিত্রে দেখা গেছে তাকে। এবার গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বড় পর্দায় আসবেন তিনি। জি সরকারের পরিচালনায় 'রিকশাওয়ালারাও মানুষ' নামের ছবিতে গোয়েন্দা চরিত্রে কাজ করবেন শাবনূর। এ প্রসঙ্গে তার কথা, 'এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করছি। এর আগে গতানুগতিকতার বাইরে সাংবাদিকের চরিত্রে কাজ করেছি। সত্যি বলতে, প্রেমিকা, বধূ, বোন এসবের বাইরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়টা বেশ উপভোগ করি।' শামসুল ইসলাম প্রযোজিত 'রিকশাওয়ালারাও মানুষ'-এর অন্যান্য অভিনয়শিল্পী হলেন মারুফ, রোমানা, সম্রাট প্রমুখ। এদিকে শাবনূর অভিনীত 'পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ' ও 'মন ছুঁয়েছে মন' ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।