skip to main |
skip to sidebar
১৫ বছর চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে রূপালি পর্দায় নিজেকে হাজির করেছেন শাবনূর। প্রথমবারের মতো নিজের নামে অভিনয় করবেন এ নায়িকা। 'শাবনূর আপা জিন্দাবাদ' নামের একটি ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। তবে শাবনূরের নায়ক এখনও চুড়ান্ত করেননি পরিচালক। এর আগে নিজের নামে অভিনয় করেছিলেন মৌসুমী। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে এ ছবির দৃশ্যধারণ। নিজের নামে অভিনয় প্রসঙ্গে শাবনুর বলেন, 'ছবির গল্পটি আমি শুনেছি। চমৎকার গল্প এটি। আশা করছি, একটি ভালো ছবি হবে।'
facebook a share korar option thakle valo hoto.
ReplyDelete