skip to main |
skip to sidebar
চলচ্চিত্রে ১৬ বছর ধরে অভিনয় করছেন শাবনূর। এ দীর্ঘ সময়ে প্রেমিকা, বধূ, বোনসহ অসংখ্য চরিত্রে দেখা গেছে তাকে। এবার গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বড় পর্দায় আসবেন তিনি। জি সরকারের পরিচালনায় 'রিকশাওয়ালারাও মানুষ' নামের ছবিতে গোয়েন্দা চরিত্রে কাজ করবেন শাবনূর। এ প্রসঙ্গে তার কথা, 'এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করছি। এর আগে গতানুগতিকতার বাইরে সাংবাদিকের চরিত্রে কাজ করেছি। সত্যি বলতে, প্রেমিকা, বধূ, বোন এসবের বাইরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়টা বেশ উপভোগ করি।' শামসুল ইসলাম প্রযোজিত 'রিকশাওয়ালারাও মানুষ'-এর অন্যান্য অভিনয়শিল্পী হলেন মারুফ, রোমানা, সম্রাট প্রমুখ। এদিকে শাবনূর অভিনীত 'পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ' ও 'মন ছুঁয়েছে মন' ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।
No comments:
Post a Comment