দীর্ঘদিন ধরে হিট ছবির খরায় ভুগছেন শাবনূর। 'এক টাকার বউ' ছাড়া গত দেড় বছরে শাবনূরের কোনো হিট ছবি নেই। বিষয়টি দেড় দশকের অভিজ্ঞ ও দাপুটে এই তারকার জন্য বিব্রতকর। অস্ট্রেলিয়া থেকে মেদ ঝরিয়ে ফিরে আসার পর দু'য়েকজন নির্মাতার নেক নজরে পড়লেও অভিনীত ছবির ব্যর্থতার বোঝায় নু্যজ্ব হয়ে পড়েছেন শাবনূর। এ অবস্থায়ই গত শুক্রবার মুক্তি পেয়েছে শাবনূর অভিনীত 'মন বসে না পড়ার টেবিলে' ছবিটি। নবীন পরিচালক আব্দুল মান্নান পরিচালিত ছবিটি নিয়ে ইন্ডাস্ট্রি খুব একটা আশাবাদী ছিল না। কিন্তু চমক দেখিয়ে 'মন বসে না পড়ার টেবিলে' দর্শক আকর্ষণে সমর্থ হয়েছে। এর ফলে আগামী সপ্তাহে মুক্তি প্রতিক্ষীত 'চাঁদের মত বউ' ছবিটি নিয়ে আশাবাদী হয়ে উঠেছে ইন্ডাস্ট্রি। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাবনূর। তার বিপরীতে রিয়াজ। রিয়াজ-শাবনূর জুটির বিগ বাজেট সমৃদ্ধ গান প্রধান 'চাঁদের মত বউ' ছবির মাধ্যমে বিপুলভাবে দর্শক-মন জয় করতে পারবেন বলে চলচ্চিত্র সংশিস্নষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। শাবনূরের অপেক্ষার তো অবসান হল, এবার দেখা যাক ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি-না।শাবনূরের অপেক্ষার অবসান
দীর্ঘদিন ধরে হিট ছবির খরায় ভুগছেন শাবনূর। 'এক টাকার বউ' ছাড়া গত দেড় বছরে শাবনূরের কোনো হিট ছবি নেই। বিষয়টি দেড় দশকের অভিজ্ঞ ও দাপুটে এই তারকার জন্য বিব্রতকর। অস্ট্রেলিয়া থেকে মেদ ঝরিয়ে ফিরে আসার পর দু'য়েকজন নির্মাতার নেক নজরে পড়লেও অভিনীত ছবির ব্যর্থতার বোঝায় নু্যজ্ব হয়ে পড়েছেন শাবনূর। এ অবস্থায়ই গত শুক্রবার মুক্তি পেয়েছে শাবনূর অভিনীত 'মন বসে না পড়ার টেবিলে' ছবিটি। নবীন পরিচালক আব্দুল মান্নান পরিচালিত ছবিটি নিয়ে ইন্ডাস্ট্রি খুব একটা আশাবাদী ছিল না। কিন্তু চমক দেখিয়ে 'মন বসে না পড়ার টেবিলে' দর্শক আকর্ষণে সমর্থ হয়েছে। এর ফলে আগামী সপ্তাহে মুক্তি প্রতিক্ষীত 'চাঁদের মত বউ' ছবিটি নিয়ে আশাবাদী হয়ে উঠেছে ইন্ডাস্ট্রি। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাবনূর। তার বিপরীতে রিয়াজ। রিয়াজ-শাবনূর জুটির বিগ বাজেট সমৃদ্ধ গান প্রধান 'চাঁদের মত বউ' ছবির মাধ্যমে বিপুলভাবে দর্শক-মন জয় করতে পারবেন বলে চলচ্চিত্র সংশিস্নষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। শাবনূরের অপেক্ষার তো অবসান হল, এবার দেখা যাক ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি-না।
Labels:
End of Waiting,
অপেক্ষার অবসান
Subscribe to:
Post Comments (Atom)
shabnur is hot&sexy...reallllyyyyy
ReplyDeleteshaubnur is hot & sexyyyyy raelly
ReplyDelete